কিম জংকে হত্যা: পিয়ংইয়ং থেকে মালয়েশিয়ার রাষ্ট্রদূত প্রত্যাহার

কিম জংকে হত্যা: পিয়ংইয়ং থেকে মালয়েশিয়ার রাষ্ট্রদূত প্রত্যাহার

শেয়ার করুন

_94643660_35d793ce-766d-4e17-96c6-6426129a1d4aবিশ্বসংবাদ ডেস্ক :

কিম জং ন্যামকে হত্যার ঘটনায় কূটনৈতিক টানাপোড়েনের জেরে পিয়ংইয়ং থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে মালয়েশিয়া। একই সঙ্গে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে মালয়েশিয়া।

কিম জং ন্যামের মরদেহ ফেরত চাইলে ডিএনএ পরীক্ষা ছাড়া দেয়া হবে না বলে উত্তর কোরিয়াকে জানায় মালয়েশিয়া। এরপর থেকেই দুদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়। আর এর জেরে ধরেই এমন পদক্ষেপ নিল মালয়েশিয়া।_94736154_d2bea4c5-542c-4a5a-936b-b2357f5e7cc1এদিকে, দেশটির পুলিশ এক সংবাদ সম্মেলনে জানায়, তারা ন্যামের হত্যায় জড়িত সন্দেহে উত্তর কোরিয়ার চারজনকে শনাক্ত করেছে। তাদের ধরতে অভিযানও শুরু হয়েছে।

গত সপ্তাহে কুয়ালালামপুর বিমানবন্দরে সন্দেহভাজন দুই নারীর দেয়া বিষে মৃত্যু হয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যামের। এরপর রি জং চোল নামে উত্তর কোরিয়ার এক নারীকে গ্রেপ্তার করে মালয়েশিয়া। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের আরো দুই নারীকে।