কাশ্মিরে ভারতের কয়েক হাজার সৈন্য মোতায়েন

কাশ্মিরে ভারতের কয়েক হাজার সৈন্য মোতায়েন

শেয়ার করুন

Kashmir

আন্তর্জাতিক ডেস্ক।।

কাশ্মিরে কয়েক হাজার আধাসামরিক সৈন্য মোতায়েন করেছে ভারত। গত কয়েক সপ্তাহে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্দেহভাজন বিদ্রোহীদের হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর ওই অঞ্চলে সৈন্য মোতায়েন করা হয়েছে বলে ভারতের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন।

ভারতের আধাসামরিক সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) মুখপাত্র অভিরাম পঙ্কজ বলেছেন, প্রায় আড়াই হাজার সদস্য পৌঁছেছে এবং পুরো কাশ্মিরজুড়ে তাদের মোতায়েন করা হয়েছে। আরও অনেক সৈন্য অশান্ত এলাকার পথে রয়েছেন।

দেশটির পুলিশের একজন কর্মকর্তা ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‌চলতি সপ্তাহে ভারতের সীমান্তরক্ষী বাহিনীসহ (বিএসএফ) আরও প্রায় ৫ হাজার অতিরিক্ত সিআরপিএফ সদস্য মোতায়েন করা হচ্ছে।

কাশ্মিরের বেসামরিক কমিউনিটি হলগুলোতে সৈন্যদের রাখা হয়েছে। এসব কমিউনিটি হল বালুর ব্যাগ, বাঙ্কার দিয়ে সুরক্ষিত করা হয়েছে। স্থানীয় প্রশাসনের এমন নিরাপত্তা তৎপরতা ১৯৯০ এর দশকের গোড়ার দিকে কথা মনিয়ে করিয়ে দিচ্ছে; যখন ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ তুঙ্গে ছিল।