কানাডায় ভয়াবহ দাবানল,সরিয়ে নেয়া হয়েছে ১৪ হাজার মানুষকে

কানাডায় ভয়াবহ দাবানল,সরিয়ে নেয়া হয়েছে ১৪ হাজার মানুষকে

শেয়ার করুন

11xp-wildfires-slide-CEH8-superJumboবিশ্বসংবাদ ডেস্ক :

কানাডার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে ছড়িয়ে পড়া দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। দাবানলের তীব্রতায় বেশ কিছু ঘরবাড়ি পুড়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় প্রায় ১৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

গরম আবহাওয়ার কারণে এরইমধ্যে ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। অগ্নিনির্বাপনে কাজ করছেন অন্তত এক হাজার অগ্নিনির্বাপন কর্মী। এছাড়া অন্যান্য রাজ্য থেকে সেখানে হাজির হয়েছেন আরো ৩০০ অগ্নিনির্বাপন কর্মী।
11xp-wildfires-slide-WJSJ-superJumboতবে আগুনের তীব্রতার ফলে এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় সেখানে বেশিক্ষণ অবস্থান করা যাচ্ছে না। দাবানলের কারণে গৃহহীন মানুষদের ঘর নির্মাণে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে  কর্তৃপক্ষ। এছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহ করছে কানাডিয়ান রেড ক্রস। জরুরি বিভাগের কর্মকর্তারা জানায়, চলতি বছরের ১ এপ্রিল থেকে উপদ্রুত এলাকার ৪০ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। তবে এর অধিকাংশই ঘটেছে গত কয়েকদিনে।