কখনই মার্কিন নির্বাচনে লড়বেননা ওবামাপত্নী

কখনই মার্কিন নির্বাচনে লড়বেননা ওবামাপত্নী

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

কখনো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা।

রোলিং স্টোন সাময়িকীতে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান বিদায়ী প্রেসিডেন্ট ওবামা। সদ্য সমাপ্ত নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পরদিন এক সাক্ষাৎকারে ওবামা এ কথা বলেন। ট্রাম্পের জয়ের পর থেকে রাজনীতিতে মিশেল ওবামার আসা নিয়ে নানা গুঞ্জন চলছিল।

ওবামা জানান, প্রতিভাবান মিশেল জনগণের সঙ্গে মিশে যেতে পারেন। তবে রাজনীতিতে আসা নিয়ে সে খুব স্পর্শকাতর। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে প্রচার চালিয়েছেন মিশেল। নারীদের প্রতি ট্রাম্পের মনোভাবের উচিত জবাব দিয়েছিলেন তিনি।

আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়বেন মিশেল ও বারাক ওবামা। এ সময় মিশেলের বয়স হবে ৫৩। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ ফার্স্ট লেডি। গ্যালাপ জরিপ অনুযায়ী, ৭৯ শতাংশ মার্কিনের কাছে মিশেল খুবই জনপ্রিয়।