উ. কোরিয়ার বিষয়ে আলোচনা করতে চীনে টিলারসন

উ. কোরিয়ার বিষয়ে আলোচনা করতে চীনে টিলারসন

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

উত্তর কোরিয়ার বিষয়ে আলোচনা করতে চীন সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করতে চীনের সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র। সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে, শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সংকটের শান্তিপূর্ণ সমাধানে পিয়ংইয়ংয়ের সঙ্গে কাজ করছে মস্কো। উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে কোরীয় উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। উত্তর কোরিয়ার সবচেয়ে ঘনিষ্ট মিত্র চীন। চীন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে বলে একাধিকবার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তবে চীনের দাবি, জাতিসংঘ আরোপিত সবগুলো নিষেধাজ্ঞা কার্যকর করেছে দেশটি।