উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন বিতর্কিত হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথ

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন বিতর্কিত হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথ

শেয়ার করুন

_95219627_gettyimages-654801020বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন বিতর্কিত হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথ। গতকাল রাজ্যের রাজধানী লক্ষ্ণৌতে বিজেপির বিধায়কদের মধ্যে আলোচনার পর, এম ভেঙ্কাইয়া নাইডু মুখ্যমন্ত্রী হিসেবে আদিত্যনাথের নাম ঘোষণা করেন।

ভেঙ্কাইয়া নাইডু এক সংবাদ সম্মেলনে বলেন, আজকেই মুখ্যমন্ত্রী হিসেবে আদিত্যনাথ শপথ নিতে পারেন।

বিজেপি থেকে পাঁচবারের নির্বাচিত সাংসদ আদিত্যনাথ, উত্তর প্রদেশের ৩২তম মুখ্যমন্ত্রী হলেন। গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে ৪০৩ আসনের উত্তর প্রদেশ বিধানসভায় ৩১২টি আসন নিয়ে বিপুল বিজয় পায় বিজেপি। বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে সমালোচিত আদিত্যনাথ।

সর্বশেষ তিনি ছয় মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশের প্রশংসা করেন। ভারতেরও এই পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি।