ইস্তাম্বুল হামলার দায় স্বীকার করেছে আইএস

ইস্তাম্বুল হামলার দায় স্বীকার করেছে আইএস

শেয়ার করুন

_92919902_031964935বিশ্বসংবাদ ডেস্ক :

ইস্তাম্বুলের নাইট ক্লাব রেইনাতে সন্ত্রাসী হামলায় ৩৯ জন নিহত হওয়ার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বিবিসি জানিয়েছে, এক বিবৃতিতে আইএস জানিয়েছে, তাদের এক ‘বীর সেনা’ হামলাটি চালিয়েছে।

গত রোববার বর্ষবরণের রাতে সান্তাক্লজের বেশে ক্লাবে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালায় হামলাকারী। নিহতদের মধ্যে ১৬ জন বিদেশী নাগরিক। ঘটনার পর সিসিটিভির ফুটেজ প্রকাশ করে পুলিশ। এতে দেখা যায় গুলি করতে করতে ক্লাবে প্রবেশ করছে হামলাকারী।_93202869_1ea06eed-d15a-4376-b620-388c1b4f53adক্লাবের ভেতরে উল্লাসের কারণে গুলির শব্দ শুনতে পায়নি নববর্ষ উদযাপন করতে আসা অতিথিরা। নববর্ষ উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে হামলাকরাী জঙ্গিগোষ্ঠী আইএসের সদস্য।

ঘটনায় শোক প্রকাশ করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোয়ান জানান, মানুষকে বিপর্যস্ত করতে এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা হিসেবে এই হত্যাকাণ্ড। এদিকে, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এ হামলার দায় অস্বীকার করে বলেছে, তারা নিষ্পাপ কাউকে হত্যা করে না।