ইরানে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ : নিহত ১৫

ইরানে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ : নিহত ১৫

শেয়ার করুন

People gather around two passenger trains that collided in the city of Shahroud, in the north-central province of Semnan, killing several people, in this still frame taken from video, November 25, 2016. IRINN/ via REUTERS TV

বিশ্বসংবাদ ডেস্ক :

ইরানে সেমনান প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ জনের মৃত্যূ হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

তবে নিহতের সংখ্যা আরো বাড়ার আশংকা রয়েছে। ইরানের রাষ্ট্রিয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সেমনান প্রদেশের শাহ রোডে দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের পর আগুন ধরে যায়।

শুক্রবার সকালে রাজধানী তেহরান থেকে আড়াইশ কিলোমিটার দূরে হাফত খান স্টেশনে অপেক্ষমান একটি ট্রেনকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রেন প্রচণ্ড জোরে ধাক্কা মারলে বেশ কয়েকটি বগিতে আগুন ধরে যায়। এরইমধ্যে সেখানে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে উদ্ধার অভিযান চলছে। দেশটিতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ১৭ হাজার মানুষ প্রাণ হারায় বলে জানিয়েছে রয়টার্স।