রোহিঙ্গাদের উপর হামলার প্রতিবাদে হেজাফতের বিক্ষোভ

রোহিঙ্গাদের উপর হামলার প্রতিবাদে হেজাফতের বিক্ষোভ

শেয়ার করুন

15241778_1212848448794571_8283752171155773242_nবিশ্বসংবাদ ডেস্ক :

মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সংগঠনের ঢাকা মহানগরের উদ্যোগে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন মহানগরের সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমি।

সমাবেশে বক্তারা মিয়ানমারে গণহত্যা বন্ধে সেই দেশের সরকারের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করতে বাংলাদেশ সরকারের নিকট দাবি জানান। গণহত্যা বন্ধ না হলে টেকনাফ অভিমুখে লংমার্চ করারও হুঁশিয়ারিও দেন তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে শুরু হয়ে পল্টন মোড় দৈনিক বাংলা হয়ে মসজিদের গেইটে এসে শেষ হয়।