অবৈধ অভিবাসীদের বের করতে নতুন পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের

অবৈধ অভিবাসীদের বের করতে নতুন পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের

শেয়ার করুন

_94787746_hi038022635বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্র থেকে কাগজপত্রবিহীন অবৈধ অভিবাসীকে বের করে দেয়ার লক্ষ্যে মার্কিন প্রশাসনকে পদক্ষেপ নিতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার।

এর মধ্যে দেশজুড়ে অন্তত ১১ লাখ কাগজপত্রবিহীন অভিবাসী রয়েছেন। ইতোমধ্যে তাদের তালিকা নিয়ে কাজ শুরু হয়েছে। অপরাধের রেকর্ড আছে এমন অনিবন্ধিত অভিবাসীদের লক্ষ্য করে প্রথম পর্যায়ের কাজ শুরু হবে। এরপর মার্কিন নিরাপত্তা ও সামাজিক ব্যবস্থার জন্য হুমকি অবৈধ অভিবাসীদের বিষয়েও কাজ শুরু হবে।_94787742_gettyimages-452681356প্রশাসন জানায়, যারা ভুয়া পরিচয় দিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তারাও ছাড় পাবেন না। ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিক এবং গ্রিন কার্ডধারীরা যে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার পান, অবৈধ অভিবাসীরা তা পাবেন না।

তবে, বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার ড্রিমার্স অর্ডারের আওতায়, যে সব শিশুকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আনা হয়েছিল তারা বিশেষ সুরক্ষা পাবে। নতুন নির্দেশনা বাস্তবায়ন করতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অতিরিক্ত দশ হাজার জনবল নিয়োগ করা হবে।