ম্যানসিটির দাপুটে জয়

ম্যানসিটির দাপুটে জয়

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে তারা ৫-৩ গোলে হারিয়েছে মোনাকোকে। অপর ম্যাচে লেভারকুসেনের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

নিজেদের মাঠ ইতিহাদে খেলার শুরু থেকেই দাপট দেখায় ম্যানসিটি। তবে প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ২৫ মিনিট পর্যন্ত। এসময় রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এর ৭ মিনিট পর রাদামেল ফালকাও মোনাকোর হয়ে সমতা আনেন।

৪০ মিনিটে কিলিয়ানের গোলে লিড পায় মোনাকো। ২-১ গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় সিটি। ৫৮ মিনিটে সার্জিও আগুয়েরোর গোলে সমতায় ফেরে ইংলিশ জায়ান্টরা। ৬১ মিনিটে ফালকো গোল করে এগিয়ে নেন মোনাকোকে।

এরপর অবশ্য টানা তিন গোলের দেখা পায় ম্যানসিটি। ৭১ মিনিটে আগুয়েরো নিজের দ্বিতীয় দলের পক্ষে তৃতীয় গোল করেন। আর ৭৭ ও ৮২ মিনিটে জন স্টোনস ও লেরয় সানে গোল করলে ৫-৩ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গুয়ার্দিওলার দল।