যৌন হয়রানির ঘটনায় ২০ কর্মীকে বরখাস্ত করেছে উবার

যৌন হয়রানির ঘটনায় ২০ কর্মীকে বরখাস্ত করেছে উবার

শেয়ার করুন

উবারবিশ্বসংবাদ ডেস্ক :

যাত্রী হয়রানির তদন্ত প্রমাণিত হওয়া ইন্টারনেট ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবারের ২০ স্টাফকে বরখাস্ত করা হয়েছে।

তারা জানায়, ওই ব্যক্তিরা নারী যাত্রীদের যৌন হয়রানি এবং আটকে রেখে অর্থ আদায়ের মতো ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। হয়রানি সংক্রান্ত ২১৫টি অভিযোগ পেয়েছিল উবার। তার মধ্যে কয়েকটি ঘটনার তদন্ত করার পর এই ব্যবস্থা নেয়া হয়েছে। বাকি ঘটনাগুলোও পর্যায়ক্রমে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ ধরণের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, ফিলিপাইন, ভিয়েতনাম এবং পার্শ্ববর্তী ভারতে। সম্প্রতি এসব ঘটনায় উবারের সেবা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। তাই নিজেদের আস্থা ও বিশ্বাসের জায়গা ফিরে পেতে কর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠানটি।