মওদুদের গুলশানের বাড়ির নিয়ন্ত্রণ নিতে অভিযান চালাচ্ছে রাজউক

মওদুদের গুলশানের বাড়ির নিয়ন্ত্রণ নিতে অভিযান চালাচ্ছে রাজউক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের গুলশানে -২ এর বাসার নিয়ন্ত্রণ নিতে অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক।

বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমানের নেতৃত্বে বাড়িটিতে অভিযান শুরু করে সংস্থাটি। এই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ছাড়াও রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত আছেন।

গত ৪ জুন হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাজউক এবং  রাষ্ট্রপক্ষের করা তিনটি আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন। পাশাপাশি ওই বাড়ি নিয়ে দুদকের মামলায় অভিযোগ আমলে নেওয়াকে বৈধতা দিয়ে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে মওদুদ ও তার ভাইয়ের করা লিভ টু আপিলও সর্বোচ্চ আদালত নিষ্পত্তি করে দিয়েছে।