সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে সাড়ে ছয় লাখ টুইটার একাউন্ট বন্ধ

সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে সাড়ে ছয় লাখ টুইটার একাউন্ট বন্ধ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে প্রায় সাড়ে ছয় লাখ একাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার। ২০১৫ সালের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত বন্ধ করা একাউন্টের সংখ্যা ৬ লাখ ৩৬ হাজার ২শ ৪৮টি।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে টুইটার কর্তৃপক্ষ জানায়, ২০১৬ সালের শেষ ছয় মাসে বন্ধ করা হয় ৩ লাখ ৭৬ হাজার ৮শ ৯০টি একাউন্ট। এসব একাউন্ট ব্যবহার করে ধর্মীয় সহিংসতা উস্কে দেয়া হয়েছে। যার প্রেক্ষিতে উগ্রবাদে জড়ানো এবং বিশ্বব্যাপী জঙ্গি হামলার ঘটনাও ঘটেছে। আর এজন্য অনেক দেশেই সামাজিক যোগাযোগ মাধ্যমের এই নেটওয়ার্কটির ব্যবহার স্থগিত করা হয়েছে কিংবা চাপের মুখে রেখেছে সরকার।

সম্প্রতি, সন্ত্রাসবাদে মদদ দেয়া সংক্রান্ত ৫টি অভিযোগ খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থা এফবিআই’র কাছে অনুরোধ আসে। এর প্রেক্ষিতে সানফ্রান্সিকো ভিত্তিক টুইটার কর্তৃপক্ষ জানায় : একাউন্ট বন্ধের পাশাপাশি ভবিষ্যতে একাউন্ট ব্যবহারেও পরিবর্তন আনবেন তারা।