বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ নির্মাণ করল নাসা

বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ নির্মাণ করল নাসা

শেয়ার করুন

_92239966_image2coctestimage
বিশ্বসংবাদ ডেস্ক :

জেমস ওয়েব স্পেস নামে বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ নির্মাণ করল নাসা। প্রায় দুই দশক ধরে টেলিস্কোপটির নির্মাণ কাজ চলছিলো। তবে, এই টেলিস্কোপটির কার্যক্রম শুরু হবে আরও দুই বছর পর।

_92240342_15-152২০১৮ সালের অক্টোবরে ফ্রান্সের গায়ানা থেকে একটি ইউরোপিয় আরিয়ান রকেট দিয়ে এই টেলিস্কোপটি উৎক্ষেপণ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নাসা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ম্যারিলেন্ডে যে স্পেস সেন্টারে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি আছে সেখানে টেলিস্কোপটির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।

এর আগে ২৬ বছর ধরে সবচেয়ে বড় টেলিস্কোপ ছিলো হাবল স্পেস টেলিস্কোপ। জেমস ওয়েব হতে যাচ্ছে তারই উত্তরসূরি।