‘শিক্ষাই পরিবর্তন করে দিতে পারে দেশ, জাতি ও সমাজ’

‘শিক্ষাই পরিবর্তন করে দিতে পারে দেশ, জাতি ও সমাজ’

শেয়ার করুন

lakshmipur-education-secretary-pic-04-11-2016লক্ষ্মীপুর প্রতিনিধি:

শিক্ষার প্রতি সকলের নজর দিতে হবে, কারন শিক্ষাই পরিবর্তন করে দিতে পারে দেশ, জাতি ও সমাজ। তাই শিক্ষার কোন বিকল্প নাই।

শুক্রবার লক্ষ্মীপুর লিখবাইছা জি এফ ইউ স্কুল অ্যান্ড কলেজের ৮৫ বছর পূর্তি, কলেজ ক্যম্পাস ও ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রনালয়ের সচিব মো. সোহরাব হোসাইন এসব কথা বলেন।

প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সভাপতি মো. সামছুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত শিক্ষা সচিব এ এস মাহমুদ, কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুল খালেক, লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন প্রমূখ।

এর আগে প্রাক্তন শিক্ষার্র্থীদের নিয়ে র‌্যালী শেষে বেলুন উড়িয়ে ও নামফলক উন্মোচনের মধ্য দিয়ে কলেজ ক্যাম্পাসের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।