ইতালিতে এক হাজার কর্মী ছাঁটাই করবে এরিকসন

ইতালিতে এক হাজার কর্মী ছাঁটাই করবে এরিকসন

শেয়ার করুন

 

বিশ্বসংবাদ ডেস্ক :

ইতালিতে এক হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে এরিকসন এবি। দেশটির সবচেয়ে বড় ওয়্যারলেস নেটওয়ার্ক নিয়ে চুক্তি করতে ব্যর্থ হওয়ায়, দেশটিতে নিযুক্ত কর্মী সংখ্যা কমিয়ে আনার ওই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে ইতালির সিকে হাচিনসন হোল্ডিংস লিমিটেড ও ভিম্পেলকম লিমিটেডের সঙ্গে একীভূত হওয়া ও তাদের নেটওয়ার্ক ব্যবহারের অনুমতি পেতে ব্যর্থ হয় সুইডিশ কোম্পানিটি।

গত সেপ্টেম্বরে হাচিসনের থ্রি ইতালিয়া ও ভিম্পেলকমের উইন্ড টেলিকমিউনিক্যাজিওনি এসপিএর একীভূতকরণের অনুমতি দেয় ইউরোপীয় ইউনিয়ন। এতে করে একীভূত কোম্পানিটি ইতালির সবচেয়ে বড় মোবাইলফোন নেটওয়ার্কের স্বত্বাধিকারী হয়। এরপর ওই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা শুরু করে এরিকসন। কিন্তু কয়েক মাসের চেষ্টার পরেও মোবাইল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।

এ ধরনের বড় চুক্তি সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায়, এরিকসনের পরবর্তী প্রধান নির্বাহী কর্মকর্তার জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি হলো। এক দশকেরও বেশি সময় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য থাকার পর আগামী মাসে এরিকসনের সিইও হিসেবে দায়িত্ব নিচ্ছেন বোর্জ একহোম।