স্বাস্থ্যবিধি মেনে ঈদে গণপরিবহন চলবে : সেতুমন্ত্রী

স্বাস্থ্যবিধি মেনে ঈদে গণপরিবহন চলবে : সেতুমন্ত্রী

শেয়ার করুন

 

Transport minister_2

স্বাস্থ্যবিধি মেনে ঈদে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  তবে ঈদের তিন আগ থেকে ভারী যানবাহন বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী এক ভিডিও বার্তায় একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ঈদুল আজহা উপলক্ষে গণপরিবহন চলবে, তবে প্রতিবছরের মতো নয়। ভারী যানবাহন তিনদিন বন্ধ থাকবে। তবে অত্যবশ্যকীয় পণ্য, পচনশীল পণ্য, ওষুধ, তৈরি পোশাক পরিবহন নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এ বিষয়ে বিআরটিএ বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানাবে।

সবার প্রতি আহ্বান জানিয়ে কাদের বলেন, আমি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছি। না হলে ঈদের আনন্দ অচিরেই বিষাদে রূপ নিতে পারে। কঠোরভাবে করোনা স্বাস্থ্যবিধি মেনে না চললে উঁচু ঝুঁকিতে পৌঁছে যাবে বলে ইতোমধ্যে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন।

তিনি বলেন, আমরা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার নির্দেশগুলো প্রতিপালন করে স্বাস্থ্য সুরক্ষা, নিজেদের সুরক্ষা রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলি। আমরা ঘরে অবস্থান করি এবং যার যার কর্মস্থলে অবস্থান করি।