২৮ বছর পর বিশ্বকাপে মিশর

২৮ বছর পর বিশ্বকাপে মিশর

শেয়ার করুন

8d15b7fd9437541a6ba7d3cde7921f50স্পোর্টস ডেস্ক :

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ ফুটবলে খেলা নিশ্চিত করলো মিশর। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আফ্রিকা ‍অঞ্চল থেকে কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২০১৮ রাশিয়া বিশ্বকাপে টিকিট পেল দলটি।2911962_full-lndমিশরের হয়ে জোড়া গোল করে নিজ দেশকে আনন্দে ভাসান মোহাম্মদ সালাহ। আফ্রিকা অঞ্চলের ‘ই’ গ্রুপের ম্যাচে রোববার ঘরের মাঠে কঙ্গোর বিপক্ষে মাঠে নামে মিশর। আক্রমন আক্রমন থাকলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় মিশর। ৬৩ মিনিটে স্বাগতিকদের হয়ে গোল করেন লিভারপুল স্ট্রাইকার সালাহ। ৮৮ মিনিটে কঙ্গোকে সমতায় ফেরান বোউকা মোউতোউ।

পরে অতিরিক্ত সময়ে পেনাল্টি গোল করে দলের জয় নিশ্চিত করেন সালাহ। মিশর সর্বশেষ ১৯৯০ সালে বিশ্বকাপ খেলেছিলো। তবে মাঝখানে আফ্রিকান ন্যাশন্স কাপে ১৯৯৮, ২০০৬, ২০০৮ ও ২০১০ সালে চ্যাম্পিয়ন হয় তারা।