বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে জার্মানির বড় জয়

বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে জার্মানির বড় জয়

শেয়ার করুন

06f9f0aa73b54818b1689b339dd1d684স্পোর্টস ডেস্ক :

ফিফা বিশ্বকাপ বাছাই ইউরোপ অঞ্চলের ম্যাচে বড় জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। নিজেদের শেষ ম্যাচে আজারবাইজানকে ৫-১ গোলে হারিয়েছে তারা। অন্য ম্যাচে সান মারিনোকে ৫-০ গোলে চেক প্রজাতন্ত্র এবং নর্দার্ন আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে নরওয়ে। এছাড়াও লিথুনিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ইংল্যান্ড।

আগেই সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হওয়ায় নিয়মরক্ষার ম্যাচে জার্মানির হয়ে দুইটি গোল করেন লিওন গোরেশকা। একটি করে গোল করেন সান্দ্রো ওয়েগনার, আন্তোনিও রিউডিগার এবং এমরে ক্যান। আজারবাইজানের হয়ে একটি গোল শোধ করেন রামিল শেদায়েভ।

আরেক ম্যাচে, সান মারিনোর বিপক্ষে চেক প্রজাতন্ত্রের হয়ে দুইটি গোল করেন মাইকেল ক্রোমেনিক এবং একটি করে গোল করেন জ্যান কপিক, ফিলিপ নোভাক এবং ক্যাডলেক। অন্যদিকে, ক্রিস ব্রান্ট-এর আত্মঘাতি গোলে নর্দার্ন আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করেছে নরওয়ে। আরেক ম্যাচে, পেনাল্টি থেকে হ্যারি কেনের করা একমাত্র গোলে লিথুনিয়াকে হারিয়ে সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে ইংল্যান্ড।