১৫ মাস পর ফিরলেন শারাপোভা

১৫ মাস পর ফিরলেন শারাপোভা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

নিষেধাজ্ঞা কাটিয়ে এপ্রিলের পোর্শে গ্রাঁ প্রি দিয়ে পুনরায় টেনিস সার্কিটে ফিরবেন মারিয়া শারাপোভা। তবে বাছাই তারকা হিসাবে নয় বরং এই পোর্শে তারকার প্রত্যাবর্তন হবে ওয়াইল্ড কার্ডে। স্টুটগার্টের এই শুরু হবে ২৬ এপ্রিল।

ms2স্টুটগার্টের এই আসরে শারাপোভা ফিরবেন ১৫ মাসের নিষেধাজ্ঞা শেষ করে। তবে তা শেষ হবে এই আসর শুরুর দুদিন পর। ফলে নির্দিষ্ট সময়ের আগে তিনি তিনি ঐ আসরে যোগ দিতে পারবেন না।

উল্লেখ্য, ২৯ বছর বয়সী এই রুশ তারকাকে নিষিদ্ধ ওষুধ মেলডোনিয়াম সেবনের দায়ে গত মার্চ মাসে তাঁকে ২৪ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। এরপর কোর্ট অব আরবিট্রেশনে আবেদনের প্রেক্ষিতে গত অক্টোবরে তাঁর সাজার মেয়াদ কমানো হয়।

এই আসরের পৃষ্ঠপোষক পোর্শেই আবার শারাপোভার মূল পৃষ্ঠপোষকও। ২০১২ থেকে ২০১৪ টানা তিনবারসহ মোট পাঁচবার এই আসরের শিরোপা বিজয়ী শারাপোভা স্টুটগার্টের আসর সার্কিটে ফিরতে পারায় রীতিমত উচ্ছ্বসিত।