১০২ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

১০২ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

শেয়ার করুন

africaস্পোর্টস ডেস্ক:

পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ১০২ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দিন শেষে দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ ২ উইকেটে ১০৪ রান।

এরআগে প্রথম দিনের করা বিনা উইকেটে ১০৫ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংস শুরু করে অজিরা। দলীয় ১৫৮ রানে ডেল স্টেনের বলে ব্যাক্তিগত ৯৭ রানে আউট হন ওয়ার্নার। ১৬৭ রানে রাবাদার শিকার হন ওসমান খাজা। এর ১ রান পরেই অধিনায়ক স্মিথ ফিরে যান রানের খাতা খোলার আগেই।

এরপর শন মার্শ ফেরেন ৬৩ করে। শেষ পর্যন্ত ২৪৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। দলের পক্ষে ফিল্যান্ডার নেন ৪ উইকেট। ২ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সফরকারীরা।

দলকে ৩৫ রানে রেখে ফিরে যান আফ্রিকার ওপেনার স্টিফেন কুক। আর ৪৫ রানে অজিদের দ্বিতীয় শিকারে পরিণত হন আমলা। দিনের বাকিটুকু নিরাপদে শেষ করেন ৪৬ রান রা এলগার ও ৩৪ রান করা ডুমিনি।