ব্রাক্ষণবাড়িয়ার ঘটনায় সরকার কঠোর অবস্থানে: সেতু মন্ত্রী

ব্রাক্ষণবাড়িয়ার ঘটনায় সরকার কঠোর অবস্থানে: সেতু মন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ব্রাক্ষণবাড়িয়ার ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে রাজধানীর বনানী মডেল হাইস্কুলে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, যারা অপরাধ করেছে, তাদের প্রত্যেকেরই বিচার হবে। কোন অবস্থাতেই নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। দেশে সংখ্যালঘু কিংবা সংখ্যা গুরু বলেও কিছু নেই। নাগরিক হিসেবে সবার সমান অধিকার রয়েছে।

দুপুরে রাজধানীর বনানী মডেল হাই স্কুলে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, যারা ঐদিন অপরাধ সংঘঠন করেছে, তাদের প্রত্যেকেরই বিচার হবে। কোন অবস্থাতেই নিরাপত্তা নেই চিন্তিত হওয়ার কিছু নেই এমন অভয় দিয়ে মন্ত্রী আরো বলেন, দেশে সংখ্যালঘু কিংবা সংখ্যা গুরু বলে কিছু নেই। নাগরিক হিসেবে সবার সমান অধিকার রয়েছে।