স্থায়ীভাবে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের প্রধান হলেন এডিংস

স্থায়ীভাবে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের প্রধান হলেন এডিংস

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

স্থায়ীভাবে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব পেলেন আর্ল এডিংস। সদ্য পদত্যাগী চেয়ারম্যান ডেভিড পাভারের স্থলাভিষিক্ত হলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং ঘটনায় এক বছরে জন্য নিষিদ্ধ হন তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও তরুণ ব্যাটসম্যান ক্যামেরন বেনক্রাফট। কোচ ড্যারেন লেম্যান, প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। এই ঘটনায় পর সম্প্রতি পদত্যাগ করেন চেয়ারম্যান ডেভিড পাভার।

অথচ কিছুদিন আগে বোর্ডের নতুন সভায় তিন বছরের জন্য পুননির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু নতুন করে সময় বাড়ানোর পরও স্বপদে থাকলেন না। এরপর অস্থায়ী ভাবে দায়িত্ব দেয়া হয় আর্ল এডিংসকে। এখন স্থায়ী ভাবে নিয়োগ দেয়া হলো তাকে।