ক্রিমিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েন, ইউক্রেনের নিন্দা

ক্রিমিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েন, ইউক্রেনের নিন্দা

শেয়ার করুন

c17c5f4f927a4307bb91b9226343a74d_18বিশ্বসংবাদ ডেস্ক :

দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েনে রাশিয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইউক্রেন। রাশিয়ার এ সিদ্ধান্ত শুধু ইউক্রেনের জন্যই নয়, বরং পুরো কৃষ্ণ সাগর অঞ্চলের জন্যই বিপজ্জনক বলে মন্তব্য করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্রিমিয়ায় তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য নতুন এস-৪০০ ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। কৃষ্ণ সাগরে রাশিয়া কর্তৃক ইউক্রেনের তিনটি জাহাজ জব্দ করার ঘটনায় দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনার মধ্যেই দখলকৃত ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দেয় মস্কো।

রুশ বার্তা সংস্থাগুলো দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ভাদিম আস্তায়েফকে উদ্ধৃত করে জানায়, চলতি বছরের শেষেই এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হবে। ক্রিমিয়ায় ইতোমধ্যে রাশিয়ার তিন ব্যাটালিয়ন বিমান প্রতিহতকারী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। নতুন ব্যবস্থা মোতায়েনের মাধ্যমে সমুদ্রে নিজের কর্তৃত্ব আরও জোরদার করবে মস্কো।