স্ত্রীর পোশাক নিয়ে বিতর্কের জবাব দিলেন মোহাম্মদ শামি

স্ত্রীর পোশাক নিয়ে বিতর্কের জবাব দিলেন মোহাম্মদ শামি

শেয়ার করুন

_93135654_fbe83eed-ee1d-4b29-95ea-6e4a1a191d98

এটিএন টাইমস ডেস্ক:

স্ত্রীর পোশাক পছন্দ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অশোভনীয় মন্তব্যকারীদের তীব্র সমালোচনা করলেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামি।

গত রোববার তিনি তার স্ত্রীর সাথে তোলা একটি ছবি বিউটিফুল মোমেন্ট লিখে ফেইজবুক এবং টুইটারে পোস্ট করেন। কিন্তু কিছু টুইটার ব্যবহারকারী তার দেয়া ছবিতে মন্তব্য করে বলেন, ইসলাম মানো এবং তোমার স্ত্রীকে হিজাব ও শালীন পোশাক পরিয়ে নিরাপদ রাখো।

_93138630__93135483_b581fbda-af97-48a6-89da-a91555897fd1পরবর্তী টুইট বার্তায় মন্তব্যকারীদের সমালোচনা করে এই ক্রিকেটার বলেন, তার পরিবারের জন্য কি করতে হবে আর কি করতে হবে না তিনি তা খুব ভালো জানেন। কিছু মানুষ এমন মন্তব্য করেন, যে তার স্ত্রীকে এই ধরনের উগ্র পোশাক পরতে দেয়ার জন্য এ ক্রিকেটারের লজ্জা হওয়া উচিৎ।

অন্য একজন ব্যবহারকারী বলেন, তোমার প্রতি লজ্জা, একজন মুসলমান হিসাবে আপনার স্ত্রীকে পর্দার আড়ালে রাখুন এবং অন্যদের থেকে শিখুন।

এসবের প্রতিক্রিয়ায় সামি বলেন, অতিমানবীয় বিষয়গুলো অভ্যন্তরে রাখা দরকার। তাছাড়া আমার সন্তান ও স্ত্রী আমার ভাল বন্ধু। আমি জানি তাদের জন্য আমাকে কি করতে হবে আর কি করতে হবে না। আমরা কতটুকু ভাল তা জানতে আমাদের সকলের উচিৎ ভিতরটা দেখা।

ক্রিকেটার মোহাম্মদ কাইফ সহ অনেকেই সামির পক্ষ নিয়ে লজ্জাজনক মন্তব্যকারীদের সমালোচনা করেন। কাইফ বলেন, ‘আমি শামিকে পুরোপুরি সমর্থন করি।’