সিরিজ নির্ধারণী ম্যাচে শনিবার নামছে বাংলাদেশ-ও ইন্ডিজ

সিরিজ নির্ধারণী ম্যাচে শনিবার নামছে বাংলাদেশ-ও ইন্ডিজ

শেয়ার করুন

Mashrafe Mortaza (L) and Nazmul Islam (R) of Bangladesh celebrate the dismissal of Jason Holder of West Indies during the 1st ODI match between West Indies and Bangladesh at Guyana National Stadium, Providence, Guyana, on July 22, 2018. (Photo by Randy Brooks / AFP)        (Photo credit should read RANDY BROOKS/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

তৃতীয় ও সিরিজ নির্ধারণী ওয়ানডেতে শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেন্ট কিটসে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সন্ধ্যা সাড়ে ৭টায়।

শেষ ওভারে মুশফিকের আউট আর ওয়েস্ট ইন্ডিজের পরিকল্পনার কাছে হেরে, বাংলাদেশের সিরিজ জয়ের অপেক্ষা বেড়েছে। ভালো খেলেও এমন পরাজয়, হতাশায় ডুবিয়েছে টাইগার সমর্থকদের। দলের সিনিয়র ক্রিকেটাররা ফর্মে থাকলেও, তরুণদের ভুমিকা চোখে পড়ছেনা। বাংলাদেশের জন্য যা, চিন্তার কারণ।

ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে শেষ ওয়ানডে জিতলে, ২০০৯-এর পর  আবারো ক্যারিবীয়দের মাটিতে সিরিজ জিতবে বাংলাদেশ। অন্যদিকে, পরাজয়ের শঙ্কায় থাকা ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরেছে। তাই বাংলাদেশের চেয়ে এগিয়ে থেকেই শেষ ম্যাচ খেলবে স্বাগতিক দল।

অন্যদিকে, সেন্ট কিটসের পরিসংখ্যানও তাদের পক্ষে। ২০১৪-তে বাংলাদেশকে সিরিজের শেষ ওয়ানডেতে এই ভেন্যুতে ৯১ রানে হারিয়ে হোয়াইটওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ।