রিয়াল বার্সাকে ছাড়িয়ে ম্যানইউ

রিয়াল বার্সাকে ছাড়িয়ে ম্যানইউ

শেয়ার করুন

matteo-darmian-man-utd-v-crystal-palace-premier-league_3452573এটিএন টাইমস ডেস্ক:

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে ছাড়িয়ে গত মৌসুমে ফুটবল ক্লাবগুলোর মধ্যে বিশ্বে সবচেয়ে বেশি আয় করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষ অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান ডেলোয়েটের এক জরিপে ১১ বছর পর নিজেদের শীর্ষস্থান ফিরে পেলো রেড ডেভিলসরা।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি গত বছর আয় করেছে রেকর্ড ৬৮ কোটি ৯০ লাখ ইউরো। ডেলোয়েটের ‘ফুটবল মানি লিগ’ এ রানার্স আপ হয়েছে লা লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা। কাতালান ক্লাবটির গত বছরে আয় করেছিল ৬২ কোটি ২ লাখ ইউরো।

তৃতীয় স্থানে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদের আয় ৬২ কোটি ১ লাখ ইউরো। এ তালিকায় চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে যথাক্রমে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেন্ট জার্মেই। এ তালিকায় শীর্ষ ২০টি ক্লাবের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগেরই রয়েছে আটটি ক্লাব।