মুশফিক-নাফিস ঝড়ে রাজশাহীকে ১৯৩ রানের টার্গেট দিল বরিশাল

মুশফিক-নাফিস ঝড়ে রাজশাহীকে ১৯৩ রানের টার্গেট দিল বরিশাল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বিপিএলে রোববারের প্রথম ম্যাচে মুশফিকুর রহীম আর শাহরিয়ার নাফিসের ব্যাটিং ঝরে রাজশাহী কিংসকে ১৯৩ রানের টার্গেট দিয়েছে বরিশাল বুলস।

দলকে ভাল সূচনা এনে দিতে পারেননি বরিশালের দুই উদ্বোধনী ব্যাটসম্যান জোহান্স মালান ও দিলশান মুনাবিরা। প্রথম ব্যাটসম্যান হিসেবে মুনাবিরা আউট হন ব্যক্তিগত শুন্য রানে। এরপর মালানও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। তিনি বিদায় নেন ১৩ রানে।

এরপর তৃতীয় উইকেটে শাহরিয়ার নাফিজ ও মুশফিকুর রহিম এবারের বিপিএলের সর্বোচ্চ পার্টনারশীপ ১১২ রান যোগ করে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। শাহরিয়ার নাফিজ আউট হন ৬৩ রানে। ৪৪ বলে ইনিংসে চারটি করে ছক্কা এবং চার হাকান।

আর মুশফিকুর রহিম ৫২ বলে অপরাজিত থাকেন ৮১ রানে। তার ইনিংসটি সাজানো ছিল চারটি ছয় এবং পাঁচটি চার দিয়ে। শেষ দিকে, থিসারা পেরেরা তিন ছয়ের সাহায্যে ১১ বলে ২৪ রান করলে ৪ উইকেটে ১৯২ রান করে বরিশাল । রাজশাহীর ফরহাদ রেজা নেন ২ উইকেট।