মিরাজের প্রশংসায় ‘ঠোঁট কাটা’ বয়কট

মিরাজের প্রশংসায় ‘ঠোঁট কাটা’ বয়কট

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেই মুগ্ধতা ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। এবার তার প্রতিভায় মুগ্ধ হয়েছেন ঠোঁট কাটা স্বভাবের জিওফ বয়কটও। মিরাজকে প্রশংসায় ভাসিয়ে সাবেক ইংলিশ এই অধিনায়ক বলেছেন, বাংলাদেশ মেহেদীর মতো আগ্রাসী এক বোলারকে পেয়েছে। তার মতো তরুণ প্রতিভা ইংল্যান্ডেরও প্রয়োজন।’

ইংলিশদের বিপক্ষে দুই টেস্টে ১৯ উইকেট নিয়েছেন মিরাজ। এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন অনেকেই। এমনকি কিছুদিন আগেই তাকে প্রশংসায় ভাসান সাবেক বাংলাদেশ কোচ স্টুয়ার্ট ল।

এদিকে, বাংলাদেশে এমন পারফরম্যান্সের পর ইংলিশদের আন্ডারডগ তকমাই দেওয়া হচ্ছে। যদিও এমন তকমায় বিচলিত হচ্ছেন না বয়কট। উল্টো জানিয়েছেন ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারাতে পারবে না বিরাট কোহলির দল। পরবর্তী ভারত-ইংল্যান্ড সিরিজে ইংলিশদেরই এগিয়ে রেখেছেন বয়কট।

নেতিবাচক মন্তব্যের জন্য তিনি সবার কাছেই পরিচিত। একবার নয় শুধু তিনি বারবার বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছনে। কিন্ত এবার টেস্টে ইংল্যান্ড বধের নায়ক মিরাজের প্রশংসা না করে পারলেননা। অবশ্য মিরাজের সাফল্যই তাকে বাধ্য করেছে প্রশংসা করতে।