মাদ্রিদ ডার্বি ড্র

মাদ্রিদ ডার্বি ড্র

শেয়ার করুন

_103632303_bale-reuস্পোর্টস ডেস্ক :

স্প্যানিশ লিগে আবারও পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে রিয়াল মাদ্রিদ গোল শুন্য ড্র করেছে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে।

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে অবশ্য খেলার শুরু থেকেই দাপট দেখায় রিয়াল। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় কাক্ষিত গোল পায়নি রিয়াল মাদ্রিদ। বিরতির পর গোল করার মতো সুযোগ পেয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদও। কিন্তু ব্যর্থ হন তাদের ফরোয়ার্ডরা। এরপর আর কোন দল গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত গোলশুন্য ড্র নিয়ে মাঠ দুই নগর প্রতিন্দ্বন্দ্বী।

লিগে দুদলের মধ্যে এই নিয়ে টানা চার ম্যাচ ড্র হলো। প্রতিবেশী ক্লাবটির বিপক্ষে রিয়াল সবশেষ জিতেছিল ২০১৬ সালের নভেম্বরে। সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। সমান ১৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে বার্সা।