আইসল্যান্ডের জালে পর্তুগালের গোল উৎসব, নেদারল্যান্ডসকে হারালো ফ্রান্স

আইসল্যান্ডের জালে পর্তুগালের গোল উৎসব, নেদারল্যান্ডসকে হারালো ফ্রান্স

শেয়ার করুন

paul-pogba-france-2016_jc6qb3mnglb21811x4jjwvgp1

স্পোর্টস ডেস্ক :

রাশিয়া বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে গ্রুপ ‘এ’-র হাইভোল্টেজ ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিযেছে ফ্রান্স। অন্যদিকে গ্রুপ ‘বি’র ম্যাচে অন্ড্রে সিলভার হ্যাটট্রিকে ফ্যারো আইল্যান্ডকে ৬-০ গোলে হারিয়েছে পর্তুগাল। ‘এইচ’ গ্রুপে একই ব্যবধ্যানে জিব্রাল্টারকে হারিয়েছে বেলজিয়াম।

১৯৮২ বিশ্বকাপ বাছাইপর্বের পর এই প্রথম বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হলো ফ্রান্স-নেদারল্যান্ডস। তাই জয় পেতে মরিয়া দু-দলই।

তবে আমস্টারডাম অ্যারেনায় শুরু থেকেই কিছুটা দাপট সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। কিন্তু গোলের জন্য অপেক্ষা ২৯ মিনিট পর্যন্ত। এসময় পল পগবার গোলে এগিয়ে যায় ফ্রান্স।

গোল হজমের পর তা পরিশোধে মরিয়া হয়ে উঠে নেদারল্যান্ডস। কিন্তু একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স পরিসংখ্যানকে আরো পোক্ত করে।

অন্যদিকে- ফারো আইল্যান্ডসকে নিয়ে রীতিমতো ছেলে খেলা খেলেছে পর্তুগাল। ১২, ২২ ও ৩৭ মিনিটে তিন গোল দিয়ে প্রথমার্ধেই নিজের হ্যাটট্টিক পূর্ণ করেন তরুণ ফরোয়ার্ড আন্দ্রে সিলভা।

বড় ব্যবধানে জিতবে পর্তুগাল, আর সেখানে গোল পাবেন না রোনালদো, তা কি হয়! ৬৫ মিনিটে ঠিক নিজের একমাত্র গোলের দেখা পানি তিনি। যা দলের চতুর্থ। রএরপর জোয়াও মৌতিনিয়ো ও জোয়াও কানসেলো গোল করলে ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা।

অপর ম্যাচে ক্রিস্তিয়ান বেনতেকের অসাধারণ হ্যাটট্রিকে জিব্রাল্টারকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে ফিফা র‌্যাংকিংয়ের সাবেক শীর্ষস্থানধারীরা।