হার দিয়ে বিপিএল শেষ করল বরিশাল

হার দিয়ে বিপিএল শেষ করল বরিশাল

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

সমীকরণ ঠিক রেখেই এগিয়ে চলেছে রংপুর রাইডার্স। বরিশাল বুলসকে ২৯ রানে হারিয়ে এলিমিটেনর রাউন্ড প্রায় নিশ্চিত করেছে আফ্রিদি-শেহদাজরা। হাফ-সেঞ্চুরির কাছাকাছি ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছে আহমেদ শাহজাদ।

এলিমেনটর রাউন্ডে জায়গা পেতে জয়ের বিকল্প নেই রংপুরের। শুধু তাই নয়, নিজেদের শেষ ম্যাচে রংপুরকে হারাতে হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। পরিষ্কার সমীকরণের ম্যাচে রংপুরের শুরুটা খুব খারাপ ছিলো না।

অফ-ফর্মে থাকা সৌম্যের ব্যাট, অবশেষে হাসতে শুরু করেছিল। কিন্তু ১২ বলে ব্যক্তিগত ১৭ রানে সৌম্যের ব্যাটের সেই হাসি থেমে যায়।

শাহজাদ ও মিথুন দ্রুত রান না তুললেও, এই জুটি রংপুরের ভালো অবস্থান তৈরি করে দেয়। ৭৬ রানের পার্টনারশিপে শাহজাদ আউট হন ব্যক্তিগত ৪৮ করে।

মিথুন ৩৮ রানে ফিরলেও, জিয়ার অপরাজিত ২৩-এ ৫ উইকেটে ১৫৪ রান করে টস জয়ী রংপুর।

মাঝারি মানের টার্গেট তাড়া করতে নেমে বরিশালের শুরুটা একেবারই ভালো হয়নি। দলীয় ২ রানে প্রথম উইকেট হারানো বরিশাল স্কোরবোর্ডে ৬৮ রান তুলতে আরো ৪ উইকেট হারায়।

পেরেরার ব্যাটে লড়াইয়ের আভাস দিলেও ২২ রানে তার বিদায়ে পরাজয় নিশ্চিত হয়ে যায়। রুবেল হোসেন, সোহাগ গাজী, আফ্রিদি ও ডসন ২টি করে উইকেটে নিলে ১২৫-এ অলআউট হয় বরিশাল।