টিভি চ্যানেল নিয়ে বৈষম্য দুর করতে কাজ করবে সরকার

টিভি চ্যানেল নিয়ে বৈষম্য দুর করতে কাজ করবে সরকার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

স্যাটেললাইট চ্যানেল দেখানো নিয়ে ভারত-বাংলাদেশে যে বৈষম্য চলছে, তা দূর করতে কাজ করবে সরকার।

শনিবার বিকালে গণভবণে হাঙ্গেরি সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এমন আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়, ভারতে বাংলাদেশি চ্যানেল দেখাতে ফি দিতে হয় ৫ কোটি রুপি আর বাংলাদেশে ভারতীয় চ্যানেল দেখাতে নেওয়া হয় মাত্র দেড় লাখ টাকা। এই বিষয়টি একটি সাম্য অবস্থায় আনার চেষ্টা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

এছাড়া, হাঙ্গেরি সফরে বিমানের সমস্যা একটি যান্ত্রিক ত্রুটি বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। নির্বাচন কমিশন গঠন নিয়ে বেগম জিয়ার প্রস্তাব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপার্সনের উচিত আগে জাতির কাছে ক্ষমা চাওয়া। এদিকে, আসন্ন ভারত সফরে, তিস্তার পানি চুক্তি নিয়ে আলোচনা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে বাংলাদেশ আশাবাদী।