ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ খেলতে ভারতে কলম্বিয়া

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ খেলতে ভারতে কলম্বিয়া

শেয়ার করুন

Colombia´s players celebrate their victory against Paraguay during their South American U-17 football tournament match in Rancagua, Chile on March 19, 2017. / AFP PHOTO / MARTIN BERNETTI

স্পোর্টস ডেস্ক:

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ খেলতে প্রথম দল হিসেবে ভারত পৌছেছে কলম্বিয়া। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই প্রায় দু সপ্তাহ আগে ভারত এসেছে দক্ষিণ আমেরিকার এই দেশটি। বিশ্বকাপের ১৭তম আসর বসছে ভারতে।

এবারই প্রথম বিশ্বকাপের মতো বড় কোন আসরের আয়োজক দেশটি। কলম্বিয়াকে গ্রুপ এ’তে লড়তে হবে স্বাগতিক ভারত, ঘানা এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে। কলম্বিয়অ গ্রুপের প্রথম দুটি ম্যাচ খেলবে দিল্লিতে। অন্যম্যাচ হবে নাভি মুম্বাইয়ে।

৬ থেকে ২৮ অক্টোবর চলবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের লড়াই। ২৪ দল খেলবে ৬টি গ্রুপে ভাগ হয়ে। খেলা হবে ৬টি ভেন্যুতে। বিশ্বকাপের ফাইনাল হবে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে।