পাক-ভারত সিরিজ: আইনি সমাধানে যাওয়ার সিদ্ধান্ত পিসিবির

পাক-ভারত সিরিজ: আইনি সমাধানে যাওয়ার সিদ্ধান্ত পিসিবির

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ সময় পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বীপক্ষিক সিরিজ না হওয়া, আইনি সমাধানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০০৯ সালে লংকান জাতীয় ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর, পাকিস্তানের বিপক্ষে কোন দ্বীপাক্ষিক সিরিজ খেলেনি ভারত। তাই আগে থেকেই আর্থিক ক্ষতিপূরণ দাবি করে আসছে পাকিস্তান।

যদিও পাকিস্তানের সেই আর্থিক দাবি আমনে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই এবার আইসিসির দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। আইসিসির ডিসপিউট রিসলিউশন কমিটির কাছে নিজেদের দাবি জানানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে পাকিস্তান।

এরই মধ্যে ইংল্যান্ডের কয়েকটি আইনি সংস্থার সঙ্গে আলাপআলোচনাও করেছেন পাক বোর্ড প্রধান নাজাম শেঠি। ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৬টি দ্বীপাক্ষিক সিরিজ খেলার কথা ছিলো পাকিস্তান ও ভারতের।

যদিও বিসিসিআই আগেই জানিয়েছে, তাদের সরকার নিরাপত্তা ছাড়পত্র না দিলে নিরপক্ষে কোন ভেন্যুতেও খেলাবে না ভারত।