টেস্ট খেলার স্বপ্ন তাসকিনের

টেস্ট খেলার স্বপ্ন তাসকিনের

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ব্যাটিং সহায়ক উইকেটে নিজেকে প্রমাণ করতে পারায় দারুণ খুশি চিটাগং ভাইকিংসের পেসার তাসকিন আহমেদ। নিউজিল্যান্ড সফরে ২২ জনের দলে থাকা তাসকিন এখন স্বপ্ন দেখছেন টেস্টে অভিষেকের।

২০১৪ সালে আস্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তাসকিনের। তবে সেটা ছিলো ওয়ানডে ও টি-২০ । ক্যারিয়ারের ২ বছর পার করে ফেললেও এখনও পরা হয়নি টেস্টে ক্রিকেটের সাদা জার্সি। নিউজিল্যান্ড সিরিজেই হয়তোবা পূরণ হয়ে যেতে পারে সেই স্বপ্ন। এজন্য তিনি প্রস্তুতও।

আন্তর্জাতিক ও ঘরোয়া লিগ মিলে পাঁচ উইকেট পেয়েছেন তাসকিন তিনবার। কিন্তু তারপরও বিপিএলে রাজশাহীর বিপক্ষে পাঁচ উইকেট পাওয়াটাকে বড় করে দেখছেন।

ব্যাটসম্যান সহায়ক উইকেট। আর সেখানে পেস বোলারদের অনবদ্য নৈপূণ্য তাদের আত্মবিশ্বাস আরো বাড়বে বলে মনে করেন তাসকিন। অনেক পেসবোলারের সাথেই তার দেখা হয়েছে। তবুও নিজের সকল সমস্যা নিয়ে মাশরাফির সঙ্গেই বেশি আলোচনা করেন তিনি।