জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্স শুরু করলো নারী দল

জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্স শুরু করলো নারী দল

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্স শুরু করলো বাংলাদেশ নারী দল। নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে রোমানার দল। আয়ারল্যান্ডের দেয়া ১৪৫ রানের টার্গেটে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

কলম্বো ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৪৭ দশমিক ১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৪ রান করে আয়ারল্যান্ড। দলের পক্ষে ক্লেয়ার শিলিংটন ও অধিনায়ক লরা ডিলানি দু’জনই সর্বোচ্চ ৩৭ রান করেন। এছাড়া ইসোবেল জয়েসের ব্যাট থেকে আসে ২৪ রান। বাংলাদেশের জাহানারা আলম ৩টি, পান্না ঘোষ, খাদিজাতুল কুবরা ও রোমানা আহমেদ নেন ২টি করে উইকেট।

জবাবে, উদ্বোধনী জুটিতে শারমিন সুলতানা ও শারমিন আক্তার ৪০ রান যোগ করেন। শারমিন সুলতানা ২২ রানে ফিরে গেলেও শারমিন আক্তার তুলে নেন অর্ধশত রান। শেষ দিকে, ফারজানা হক ৩৪ ও রোমানা আক্তারের অপরাজিত ২৪ রানের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।