সুষ্ঠ নির্বাচন করা প্রধান চ্যালেঞ্জ: নতুন সিইসি

সুষ্ঠ নির্বাচন করা প্রধান চ্যালেঞ্জ: নতুন সিইসি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সুষ্ঠ নির্বাচন করাকে প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে কাজ করারও ঘোষণা  দিয়েছেন তিনি।

নির্বাচন কমিশন সচিবালয়ে, শপথ গ্রহণের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এসব বলেন।

এর আগে বেলা ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি এস কে সিনহা নতুন কমিশনারদের শপথ বাক্য পাঠ করান। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা প্রথমে শপথ নেন। এরপর শপথ নেন, সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত হোসেন চৌধুরী। শপথ গ্রহণ শেষে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রথম সংবাদ সম্মেলনে, সকলের সহযোগিতা চান সিইসি কে এম নুরুল হুদা।