জুভেন্টাসের সঙ্গে ড্র করে শেষ ষোলোতে বার্সেলোনা

জুভেন্টাসের সঙ্গে ড্র করে শেষ ষোলোতে বার্সেলোনা

শেয়ার করুন

miralem-pjanic-paulinho-juventus-barcelona_8hkl6miodq0h107swpxqyces8স্পোর্টস ডেস্ক :

জুভেন্টাসের সঙ্গে গোলশুন্য ড্র করেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সেলোনা। এদিকে, পিএসজি ৭-০ গোলে সেল্টিককে, বায়ার্ন মিউনিখ ২-১ গোলে আন্ডারলেখটকে, অ্যাটলেটিকো মাদ্রিদ ২-০ গোলে রোমাকে, চেলসি ৪-০ তে কারবাগকে হারিয়েছে। তবে বাসেলের বিপক্ষে ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

জুভেন্টাসের বিপক্ষে ১ পেয়েন্ট পেলেই কোর্য়্টার ফাইনাল নিশ্চিত হবে বার্সার। তাই শুরু একাদশে ছিলেন না মেসি। বল দখলের লড়ায়ে জুভেন্টাস পিছিয়ে থাকলেও, আক্রমনে তারা এগিয়েই ছিলো। তবে কোন আক্রমন থেকে গোল হয়নি স্বাগতিকদের।

৫৬ মিনিটে মেসিও বার্সার ভাগ্য বদলাতে পারেননি। ১ ম্যাচ বাকি রেখে কোয়ার্টারে বার্সা। তবে, ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাসের ভাগ্য অবশ্য ঝুলছে। শেষ ম্যাচে ঠিক হবে রানার্স-আপ হয়ে নকআউট পর্বে কোন দল যাবে।

এদিকে, সেল্টিকের বিপক্ষে গোলোৎসব করেছে পিএসজি। শুরুতে সেল্টিক এগিয়ে যায়। তবে নেইমার ও কাভানির জোড়া গোল পিএসজিকে বড় জয় পেতে সাহায্য করেছে। অন্যদিকে, বাসেলের মাঠ থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরলেই ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ ষোলো নিশ্চিত হয়ে যেতো। তবে ৮৯ মিনিটে মাইকেল ল্যাংয়ের গোল সব হিসাব যায় পাল্টে। পরাজয় নিয়েই ফিরতে হয় ম্যানইউকে।