জাতীয় লীগে বৃষ্টির হানা

জাতীয় লীগে বৃষ্টির হানা

শেয়ার করুন

nclএটিএন টাইমস ডেস্ক: 

বৃষ্টির হানায় শুরু হয়েছে জাতীয় লিগের ১৮তম আসর। বগুড়ায় ঢাকা মেট্রোর প্রতিপক্ষ ঢাকা বিভাগ। দিনের আরেক ম্যাচে স্বাগতিক রাজশাহি লড়ছে সিলেটের বিপক্ষে ।

আর সিলেটে রংপুরের মুখোমুখি চট্টগ্রাম। বরিশাল খেলছে স্বাগতিক খুলনার বিপক্ষে ।

বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে টিয়ার-১ এর খেলায় ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রোর ১ম দিনের ম্যাচটি বৃষ্টির কারণে হয়েছে মাত্র ১৫ ওভার। দলীয় ২০ রানে ঢাকা বিভাগের শামসুর রহমান ফিরে যান। এরপর ৪০ রানে ১৫ করে ফিরে যান আসিফ আহমেদ।

এই ম্যাচে দিয়েই নিষেধাজ্ঞা কাটিয়ে ঢাকা মেট্রোর হয়ে খেলছেন মোহাম্মদ আশরাফুল।

এদিকে, রাজশাহির শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টিয়ার-২ এর বৃষ্টিবিঘ্নিত ১ দিনের খেলাও । সিলেটের বিপক্ষে ৯৪ রান খরচায় ২ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। সেখানেও বৃষ্টির কারণে নিধার্রিত সময়ের আগেই শেষ হয়েছে ১ম দিন।

সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ২৯৪ করেছে চট্টগ্রাম বিভাগ। দলের হয়ে সবোর্চ্চ ৯০ রান আসে ইয়াসির আলির ব্যাট থেকে ।