গ্রেফতারের পর ছেড়ে দেয়া হলো যুবরাজকে

গ্রেফতারের পর ছেড়ে দেয়া হলো যুবরাজকে

শেয়ার করুন

Juboraj

ক্রীড়া ডেস্ক।।

ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। অন্যদিকে, ভারতের হারিয়ানা রাজ্যে দেশটির বিশ্বকাপজয়ী সাবেক এক তারকা ক্রিকেটারকে নিয়ে ঘটে গেলো লঙ্কা কাণ্ড। গ্রেফতার হয়েছেন অলরাউন্ডার যুবরাজ সিং। অবশ্য ঘণ্টা তিনেক জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০২০ সালে করোনাভাইরাসের কারণে চলা প্রথম লকডাউনে প্রায় সময় ইন্সটাগ্রাম লাইভ আড্ডা দিতেন যুবরাজ সিং। সে সময় রোহিত শর্মার সঙ্গে এক আড্ডায় তিনি ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালকে নিয়ে রসিকতা করেছিলেন। সেটির কারণেই পরশু রাতে তাকে গ্রেফতার করেছিল হারিয়ানা পুলিশ।

২০২০ সালের ঘটনার পর হরিয়ানা রাজ্যের হিসার জেলার হানসি অঞ্চলে যুবরাজের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলায় বলা হয়, যুজবেন্দ্র চাহালকে নিয়ে করা রসিকতায় বর্ণবাদী আচরণ ছিল।

ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, ভারতীয় দণ্ডবিধি ১৫৩ (এ) এবং ৫০৫ ধারা অনুযায়ী যুবরাজকে গ্রেফতার করে হানসি অঞ্চলের পুলিশ। পরে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে সাময়িক জামিন দেওয়া হয়েছে।