ক্রীড়াসচিবকে প্রধান করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠনের সুপারিশ বিসিবির

ক্রীড়াসচিবকে প্রধান করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠনের সুপারিশ বিসিবির

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

ক্রীড়াসচিবকে প্রধান করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠনের সুপারিশ করেছে বিসিবি’র বর্তমান কমিটি। এদিকে, একটি পক্ষ বর্তমান কমিটির বিরুদ্ধে মমলার পাশাপাশি অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ বোর্ড সভাপতি নাজমুল হাসানের।

বিসিবি’রবর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের ১৭ তারিখে। হাতে সময় কম, কাজ বেশি। তাই বর্তমান কমিটির শেষ জরুরি সভা হয়ে গেলো বৃহষ্পতিবারই। এই সভায় সুপারিশ করা হয়েছে নির্বাচন কমিশন গঠনের।

অনুষ্ঠানিকভাবে বিসিবি’র শেষ সংবাদ সম্মেলন। তবে সেখানে অনানুষ্ঠানিক অনেক বিষয়ই উঠে এসেছে। সংবাদ সম্মেলনের প্রায় পুরোটা সময়জুড়েই ছিলো সাবেক বোর্ড প্রাধান সাবের হোসেন চৌধুরী ইস্যু।

আইনি ঝামেলায় তড়িঘড়ি করেই বিসিবি এজিএম ও ইজিএম শেষ করেছে। তবে তা করতেও অদৃশ্য বাধা ছিলো বলে অভিযোগ করেছেন বোর্ড প্রধান।