ওয়েঙ্গারের উত্তরসূরী হচ্ছেন পিএসজির সাবেক কোচ ইনাই এমিরি

ওয়েঙ্গারের উত্তরসূরী হচ্ছেন পিএসজির সাবেক কোচ ইনাই এমিরি

শেয়ার করুন

2114স্পোর্টস ডেস্ক :

দ্রুত সময়ের মধ্যেই নতুন কোচ খুঁজে নিয়েছে আর্সেনাল। ওয়েঙ্গারের উত্তরসূরি হচ্ছেন পিএসজির সাবেক কোচ ইনাই এমিরি।

আর্সেনালের সঙ্গে ২২ বছরের সম্পর্কের ইতিটানার ঘোষণা মাসখানেক আগেই দিয়েছিলেন ওয়েঙ্গার। এরপর থেকেই এই পদের জন্য অনেক কোচের নাম গনমাধ্যমে এসেছে। তবে সবচেয়ে এগিয়ে ছিলেন ম্যানচেস্টার সিটির সহকারি কোচ ও আর্সেনালের সাবেক অধিনায়ক মাইকেন আর্তেতা। যদিও, সে পথে হাঁটেনি ক্লাব কর্তৃপক্ষ। আস্থা্ রেখেছেন স্প্যানিশ ইনাই এমিরির ওপর।

পিএসজিকে লিগ শিরোপা জিতিয়ে, ক্লাব ছাড়ার ঘোষণা দেন এমিরি। গত দুই মৌসুম পিএসজির দায়িত্বে ছিলেন এই স্প্যানিশ কোচ। এর আগে ২০১৪-১৬ পর্যন্ত সেভিয়ার কোচের দায়িত্ব পালন করেছেন এমিরি। এদিকে, ঠিক কত বছরের জন্য আর্সেনালের সঙ্গে চুক্তি করেছেন এমিরি, তা বিস্তারিত জানা যাবে চলতি সপ্তাহেই?