সিটিসেলের কাছে বিটিআরসির পাওনা ১২৮ কোটি টাকা পরিশোধের নির্দেশ

সিটিসেলের কাছে বিটিআরসির পাওনা ১২৮ কোটি টাকা পরিশোধের নির্দেশ

শেয়ার করুন

image-8027নিজস্ব প্রতিবেদক :

দেশের প্রথম বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি সিটিসেলের কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসির পাওনা ১২৮ কোটি ৭ লাখ টাকা অবিলম্বে পরিশোধের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

গত ৫ মার্চ এ সংক্রান্ত আবেদনের ওপর শুনানি শেষে আপিল বিভাগের বেঞ্চ একই আদেশ দিয়েছিলেন। ওইদিন সিটিসেলের পক্ষে করা মানহানি মামলার আবেদন খারিজ করে দেন আদালত। পরে সিটিসেল তাদের কাছে বিটিআরসির পাওনা পরিশোধের আদেশ সংশোধন চেয়ে আবারো আবেদন করে। সেই আবেদনের শুনানি শেষ হয় গতকাল।
বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব জানান, গত দুই অর্থ বছরে সিটিসেলের বকেয়া এবং লাইসেন্স নবায়নের স্পেকট্রাম ফির দুই কিস্তির টাকা বাকিসহ সব মিলে অপারেটরটির বকেয়া হয় ৩৭২ কোটি ৭২ লাখ ৯৩ হাজার ৭৬৭ টাকা। এর মধ্যে অপারেটরটি তিন দফায় ২৪৪ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ৪৪৪ টাকা পরিশোধ করে। ফলে এখনও বাকী আছে ১২৮ কোটি ৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা।