এশিয়া কাপের সেমিফাইনালে ওঠায় দলের অন্যতম লক্ষ্য: তামিম

এশিয়া কাপের সেমিফাইনালে ওঠায় দলের অন্যতম লক্ষ্য: তামিম

শেয়ার করুন

imageস্পোর্টস ডেস্ক :

এশিয়া কাপের সেমিফাইনালে ওঠায় দলের অন্যতম লক্ষ্যে জানিয়েছেন তামিম ইকবাল। ব্যাটিং পরামর্শক মিল ম্যাকেঞ্জির কাছ থেকে অনেক কিছুই শেখার বাকি রয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন  এই ওপেনার। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মুগ্ধ তামিমের ধারাবাহিক ব্যাটিংয়ে।

এশিয়া কাপকে সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু করেছেন ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ দলের ধারাবাহিকতার প্রতীক হয়ে ওঠা এই ওপেনার এখন ভাবছেন এশিয়া কাপ নিয়ে। গেল আসরে ফাইনাল খেলা দলটি এবার সবার আগে নিশ্চিত করতে চায় সেমিফাইনাল।

এদিকে, ওয়ানডে ফরম্যাটে ওপেনিংয়ে তামিমের যোগ্য সঙ্গী এখনো খুঁজছে নির্বাচকরা। তবে, এই বিষয় নিয়ে উদ্বিগ্ন নয় এই ড্যাশিং ওপেনার।

উইন্ডিজ সফরে টেস্টে ছিল না টাইগারদের কোন ব্যাটিং পরামর্শক। সেখানে স্বাগতিকদের বিপক্ষে করুণ পরিণত হয় বাংলাদেশের। ওয়ানডে সিরিজে দলের সঙ্গে যোগ দেন নিল ম্যাকেঞ্জি। এরপর ফলাফল সবারই জানা।

টেস্টে হারের পরও রঙ্গিন পোশাকে দলের সঙ্গে মাশরাফির যোগদানে পুরো দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। নিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করলেও সেরা ক্যাপ্টেন হিসাবে নড়াইল এক্সপ্রেসকে এগিয়ে রাখলেন পাইলট।