ইসরায়েলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ বাতিলে আর্জেন্টিনার প্রতি ফিলিস্তিনের আবেদন

ইসরায়েলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ বাতিলে আর্জেন্টিনার প্রতি ফিলিস্তিনের আবেদন

শেয়ার করুন

665d46b11d5a403f9e963593fe92347a_18স্পোর্টস ডেস্ক :

ইসরায়েলের বিরুদ্ধে আগামী মাসে জেরুজালেমে অনুষ্ঠিতব্য প্রীতি ফুটবল ম্যাচটি বাতিলের জন্য আর্জেন্টিনার প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন।

সোমবার আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন, দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র কাছে পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানানো হয়েছে।

পিএফএ সভপাতি জিবরিল রাজৌব এক চিঠিতে ৯ জুন জেরুজালেমের টেডি স্টেডিয়ামকে ইসরায়েলের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ফুটবল ম্যাচের ভেন্যু করার প্রতিবাদ জানিয়েছেন। তিনি খেলাকে রাজনীতিকরণ করা হচ্ছে বলে আখ্যায়িত করেন।

টেডি স্টেডিয়ামটি যে ভূমিতে নির্মাণ করা হয়েছে একসময় সেখানে একটি ফিলিস্তিনি গ্রাম ছিল। ১৯৪৮ সালে ইসরায়েল গ্রামটি দখল করে ধ্বংস করে দেয়।

প্রীতি ম্যাচটির আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলাটি দেখার জন্য ৬ লাখ মানুষ আগ্রহ প্রকাশ করেছেন টিকিট কেনার জন্য। স্টেডিয়ামটিতে ৩১ হাজার ৭৩৩ জন দর্শক খেলা দেখতে পারেন।