আর্সেনালকে হারিয়ে ওয়াটফোর্ডের ইতিহাস

আর্সেনালকে হারিয়ে ওয়াটফোর্ডের ইতিহাস

শেয়ার করুন

Watford-large_trans_NvBQzQNjv4BqXPXiU3k29saw7eRsTY6j7bK7tjCscZmUtw2VJUH286E

স্পোর্টস ডেস্ক :

ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লো ওয়াটফোর্ড। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ নামে চালু হওয়ার পর এই প্রথম আর্সেনালকে হারাল ওয়াটফোর্ড। মঙ্গলবার রাতে তারা ২-১ গোলে জিতেছে ম্যাচটি।

প্রতিপক্ষের মাঠ এমিরেটসে অবশ্য খেলার শুরু থেকেই দাপট দেখায় ওয়াটফোর্ড। ১০ মিনিটে ফরাসি ডিফেন্ডার কাবুল গোল করে লিড এনে দেন দলকে। এর তিন মিনিট পর এচিয়েন কাপুর শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও গোলমুখে ফিরতি বল পেয়ে জালে জড়ান ইংলিশ ফরোয়ার্ড ডিনি। পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিকরা। ৫৮ মিনিটে আলেক্স আইওবি আর্সেনালের হয়ে ব্যবধান কমান। এরপরও একাধিক গোলের সুযোগ পেয়েছিল আর্সেন ওয়েঙ্গারের দল। কিন্তু তাদের ফরোয়ার্ডরা ব্যর্থ হলে ম্যাচে ফেরা হয়নি। এই পরাজয়ে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আর্সেনাল। সমান সংখ্যক খেলায় ওয়াটফোর্ডের সংগ্রহ ২৭ পয়েন্ট।