অস্ট্রিয়ায় নিষিদ্ধ হচ্ছে বোরকা ও নিকাব

অস্ট্রিয়ায় নিষিদ্ধ হচ্ছে বোরকা ও নিকাব

শেয়ার করুন

_93887607_72e7131e-5504-42d2-9d54-f5e87d717646বিশ্বসংবাদ ডেস্ক :

অস্ট্রিয়ায় প্রকাশ্য স্থানে পুরো মুখ ঢেকে রাখার নিকাব নিষিদ্ধ করার ব্যাপারে একমত হয়েছে ক্ষমতাসীন জোট সরকার।

সরকার বলছে, স্কুল-কলেজ আর আদালতে নিকাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করতে শরিক দলগুলো একমত হয়েছে। এছাড়া যারা সরকারি চাকরি করেন, তাদের মাথায় স্কার্ফ বা হিজাব কিম্বা অন্যান্য ধর্মীয় প্রতীক পরার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথাও বিবেচনা করছে সরকার।

সোশাল ডেমোক্র্যাট ও রক্ষণশীল পিপলস পার্টির মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর এই সমঝোতা হয়েছে। এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে অতি দক্ষিণপন্থী ফ্রিডম পার্টির উত্থানকে প্রতিহত করার চেষ্টা হিসেবে। অস্ট্রিয়ার জোট সরকার বর্তমানে বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে। এব্যাপারে সরকারের যুক্তি, মুক্ত সমাজের ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পুরো মুখ ঢেকে রাখার প্রথা মুক্ত সমাজ চিন্তার পরিপন্থী হওয়ায় এমন পদক্ষেপ নিচ্ছেন তারা।

ফ্রান্স ও বেলজিয়াম ২০১১ সালে বোরকা নিষিদ্ধ করেছে। একই ধরনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে হল্যান্ডের পার্লামেন্টেও।