আবারও হেরেছে চ্যাম্পিয়ন লেস্টার

আবারও হেরেছে চ্যাম্পিয়ন লেস্টার

শেয়ার করুন

hd-leicester-city_gbka02h7h9nr1bs1yjuyav951

স্পোর্টস ডেস্ক :

ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটি। ওয়েস্ট ব্রমউইচের কাছে ২-১ গোলে হেরেছে তারা। অন্যম্যাচে ইব্রাহিমোভিচের গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

hd-matt-phillips-west-brom_y6y4gf5qzea51vi8asccviv14ঘরের মাঠ কিং পওয়ার স্টেডিয়ামে, সুযোগ থাকলেও জয়ের দেখা পায়নি লেস্টার। তবে আক্রমণ-প্রতি-আক্রমণের ম্যাচে প্রথমার্ধ শেষ হয় গোলশুন্যভাবে। বিরতির পর জেমস মরিসনের গোলে ৫২ মিনিটে এগিয়ে যায় ব্রমউইচ। এর তিন মিনিট পরই সমতায় ফেরে লেস্টার। রিয়াদ মাহরেজের বাড়ানো বল থেকে গোলটি করেন ইসলাম স্লামনি। এগিয়ে যেতে পারতো লেস্টার। উল্টো ৭২ মিনিটে ড্যানি ড্রিঙ্কওয়াটারের লম্বা পাস ধরে প্রতিপক্ষের জালে বল জড়ান ম্যাট ফিলিপস। এই হারের পর ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে লেস্টার সিটি।

josemourinho-cropped_7167mn4ahkbi1gk2pq74an403অন্যদিকে সোয়ানসি সিটির মাঠে পল পগবার গোলে ১৫ মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর ২১ ও ৩৩ মিনিটে ইব্রাহিমোভিচের জোড়া গোলে জয় নিশ্চিত করে হোসে মরিনহোর দল। যদিও ৬৯ মিনিটে ভ্যান দারের গোলে ব্যবধান কমায় সোয়ানসি।